Site icon Jamuna Television

ফরিদপুরে সিরিজ বোমা হামলার মামলায় ৯ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সিরিজ বোমা হামলার মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের বিশেষ আদালত। বুধবার দুপুরে ফরিদপুরের বিশেষ দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মতিয়ার রহমান আট আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ মামলায় সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা জানান, রায় অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আমীর সোহেল মিয়া, রায়হান মোল্লা, আমীর হোসেন, মাসুম বিল্লাহম মাওলানা আব্দুর রউফ, অঅব্দুল গাফফার, তোফাজ্জেল হোসেন, মর্তূজা (পলাতক) ও খলিলুর রহমান। পলাতক মর্তূজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত মিজানুর রহমান মুকুল ওরফে মোয়াবিয়া, ইউসুফ আলী ওরফে আল্লামা ইউসুফ, ইয়াসিন সিকদার, তরিকুল ইসলাম ওরফে শুকুর এবং আরিফ খানকে বেকসুর খালাস দেন।

Exit mobile version