Site icon Jamuna Television

ডেঙ্গু পরীক্ষায় বেশি ফি রাখায় ইসলামী ব্যাংক হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

সরকারের নির্ধারিত ফি’র চেয়ে বেশি ফি রাখার কারণে ইসলামী ব্যাংক হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব

সকালে নয়াপল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের এর মোবাইল কোর্ট।

অভিযানে দেখা যায়, এ হাসপাতালটি ডেঙ্গু টেস্টে সরকারের বেধে দেওয়া অর্থের চেয়ে দ্বিগুন অর্থ হাতিয়ে নিচ্ছে। সেইসাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। আর এ অভিযোগে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, চিকিৎসার নামে অর্থলোভী এসব হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে।

এদিকে প্যাথলজি পরীক্ষার ফিস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় মিডফোর্ট এলাকার দুটি হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Exit mobile version