Site icon Jamuna Television

আওয়ামী লীগ সবসময় শক্তিশালী নির্বাচন কমিশন চায়: এইচ টি ইমাম

আওয়ামী লীগ সবসময় শক্তিশালী নির্বাচন কমিশন চায়। সে লক্ষ্যেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে সবাই আইন মেনে চলতে বাধ্য হবে। আওয়ামী লীগ আরপিও’র সব ধারা মেনে নির্বাচন ও আয়-ব্যয় করে বলেও জানান এইচ টি ইমাম। ২০১৮ সালে দলের মোট আয় ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকা। আর ব্যয় ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। আয়ের অর্থ, ১০ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার টাকা দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

Exit mobile version