Site icon Jamuna Television

হারপিক ঢালা ও ছেলেধরা গুজব সরকারবিরোধীরা ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু নিরোধে বেসিনে হারপিক ঢালা ও ছেলেধরা গুজব সরকারবিরোধী একটি সুবিধাবাদী মহল ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সচিবালয়ে গুজব প্রতিরোধে করণীয় নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে। তবে কারা গুজব ছড়াচ্ছে শনাক্তে কাজ চলছে। সার্ভিস প্রোভাইডারদেরও এক্ষেত্রে যুক্ত করে ব্যবস্থা নিতে চায় সরকার। ইউরোপিয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশও তা অনুসরণ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

Exit mobile version