Site icon Jamuna Television

করতোয়া’য় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া ব্যুরো
বগুড়ার করতোয়া নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের জয়পুরপাড়া এলাকায় ও সদর উপজেলার শাখারিয়া এলাকায় নদীতে নামার পর তাদের এমন করুণ মৃত্যু হয়। নিহতদের একজন আবু সুফিয়ান সাদ সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী। তিনি বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন। নিহত অপর শিক্ষার্থী সোহেল রানা নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে যান।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, সাদের বাড়ি শহরের জয়পুরপাড়া এলাকায়। সিলেট থেকে ছুটিতে বাড়িতে এসে বুধবার দুপুরে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসলে নেমেছিলেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। ঘণ্টা দেড়েক পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

প্রায় কাছাকাছি সময়ে সদর উপজেলার শাখারিয়া জঙ্গলপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে নামেন এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সোহেল রানা। হাতে থেকে জাল পানিতে তলিয়ে যেতে থাকলে তিনি সেটি উদ্ধারের চেষ্টা করতে গিয়েই ডুবে যান। প্রায় ঘণ্টাখানিক খোঁজাখুঁজির পর স্থানীয়রা সেখান থেকে খানিক দূরে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

Exit mobile version