Site icon Jamuna Television

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার হলেন অধ্যাপক আবদুল মান্নান

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী।

বুধবার তাকে এ মনোনয়ন দিয়েছেন জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

দুপুরে উপাচার্য মৌখিকভাবে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রধান নির্বাচন কমিশন মনোনয়নের বিষয়ে এখনও অফিস আদেশ দেয়নি প্রশাসন।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার পছন্দ মতো আরও দু’জন সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কমিশন জাকসু নির্বাচন সম্পন্ন করতে পারবে।

অধ্যাপক মো.আবদুল মান্নান চৌধুরী বলেন বলেন,দীর্ঘ ২৭ বছর জাকসু নির্বাচন থেমে থাকায় এখন এ দায়িত্ব একটা বড় চ্যালেঞ্জ।

অধ্যাপক আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়ের আ’লীগপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের’ সভাপতি।

Exit mobile version