Site icon Jamuna Television

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন: সভাপতি ডা. জুলফিকার, মহাসচিব ডা. জামান

ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্ট’র নির্বাচন অনুষ্ঠিত হলো আজ। এতে, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান ও মহাসচিব হয়েছেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। এবার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এ সংগঠনটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিলো। এর আগে, আলোচনার ভিত্তিতে গঠিত হতো কমিটি।

বুধবার সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ তলায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করে ভোটাররা। সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, ঢাকা মেডিকেলের কৃতি শিক্ষার্থীদের নিয়ে আমরা যেমন কাজ করি, অসুস্থ-বিপদগ্রস্ত চিকিৎসকদের নিয়েও কাজ করি। যারা নির্বাচনে জয় লাভ করেছেন তাদের অভিনন্দন। যারা জিততে পারেননি তাদেরও শুভেচ্ছা। সবাইকে সাথে নিয়েই আমরা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আমরা একটি গতিশীল, কার্যকরী কমিটি গঠন করবো।

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্ট ১৯৮৯ সালে থেকে এর কর্মতৎপরতা চালিয়ে আসছে।

নির্বাচনের কিছু মুহূর্তের ছবি:


Exit mobile version