Site icon Jamuna Television

ডেঙ্গু মশা চিনবেন যেভাবে

চারদিকে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। এখন মশা কামড়ালে মনে হয় ডেঙ্গু না তো। তবে ডেঙ্গু নিয়ে আমার অনেকে কথা বললেও অনেকেই ডেঙ্গু মশা দেখতে কেমন তা জানি না।

ডেঙ্গু মশা দেখতে অন্যান্য মশার চেয়ে একটু আলাদা। আসুন জেনে নেই কীভাবে চিনবেন ডেঙ্গু মশা।

যেভাবে চিনবেন ডেঙ্গু মশা

১. ডেঙ্গু মশা দেখতে একটু ছোট আকৃতির হয় ও এডিস ইজিপ্টাইর পিঠে বীণার মতো চিহ্ন থাকে।

২. এই মশার শরীরে কালো-সাদা ডোরাকাটা দাগ থাকে। যা বাঘের শরীরের ডোরাকাটা দাগের সঙ্গে মিল আছে।

৩. ডেঙ্গু মশা সাধারণত সকাল ও বিকেলে কামড়ায়।

৪. ডেঙ্গু মশার কামড়ে ব্যথা বা চুলকানি থাকে না।

৫. এই মশা থাকে স্বচ্ছ-পরিষ্কার পানিতে। এছাড়া ফেলে দেওয়া টায়ার, পাত্র, নির্মীয়মাণ বাড়ির চৌবাচ্চায়।

৬. এই মশা ৪০০ থেকে ৬০০ ফুট পর্যন্ত উচ্চতায়ও নিমেষে উড়ে বেড়াতে পারে।

Exit mobile version