Site icon Jamuna Television

নতুন মোটর সাইকেল নিয়ে মহাসড়কে, বাস চাপায় দুই বন্ধুর মৃত্যু

বরিশাল ব্যুরো

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার সামসুল আলমের ছেলে সিরাজুল ইসলাম মুরাদ (২৫) ও একই এলাকার সালাম সিকদারের ছেলে সুরুজ সিকদার (২৫)।

বরিশাল মহানগর থানার উপ পরিদর্শক অরবিন্দু বিশ্বাস জানান, নতুন মোটরসাইকেল কিনে সেটি নিয়ে ঘুরতে বের হন দুই বন্ধু মুরাদ ও সুরুজ। ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর কামিনী পেট্রোল পাম্পের সামনে থেকে মোটরসাইকেলটি ঘুরাতে গেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস ধাক্কায় দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দু’জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান এসআই অরবিন্দু।

Exit mobile version