Site icon Jamuna Television

ডেঙ্গুতে আক্রান্ত গাজীপুর সিটি মেয়রের একান্ত সচিব

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা (প্রেষণে) ড. সেলিম শেখ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার চিকিৎকের পরামর্শে তিনি ডেঙ্গু রোগের পরীক্ষা করালে পজেটিভ ধরা পড়ে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালানো হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা ড. সেলিম শেখ বলেন, শারীরিকভাবে শরীর দুর্বল না হলেও ডেঙ্গু রোগের লক্ষণ দেখে পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেই। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করালে পজেটিভ ধরা পড়ে।

এখন ড. সেলিম শেখ ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন এবং রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Exit mobile version