Site icon Jamuna Television

ইছামতি নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়া ব্যুরো
সিরাজগঞ্জের কাজীপুর থেকে অপহৃত মুদি ব্যবসায়ীর মরদেহ বগুড়ার ধুনট উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দীঘলকান্দি এলাকায় ইছামতি নদী থেকে শ্যামল দত্ত নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান যমুনা নিউজকে জানান, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন উপজেলার সোনামুখী এলাকার মুদি ব্যবসায়ী শ্যামল দত্ত। বুধবার সকালে তার স্ত্রী রীনা রানী সাহা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়েছে, তাকে অপহরণ করে অপহরণকারীরা মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন যমুনা নিউজকে জানান, বুধবার বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি এলাকায় ইছামতি নদীর ধারে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর শ্যামলের স্বজনরা তাকে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Exit mobile version