Site icon Jamuna Television

ডেঙ্গু রোগীদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসা সহায়তা দিতে দেশের ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার সিএসআরের (সামাজিক দায়বদ্ধতা) আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই চিকিৎসায় সহায়তা দিতে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ২০১৪ সালে জারি করা একটি প্রজ্ঞাপন স্মরণ করিয়ে দিয়ে ব্যাংকগুলোকে বলা হয়, দেশের দুর্যোগকালীন যে কোনো পরিস্থিতিতে আপনাদের অংশগ্রহণমূলক ভূমিকা প্রশংসার দাবি রাখে। আপনারা অবহিত আছেন যে, ঢাকা শহরসহ অন্যান্য এলাকায় ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে।

এ অবস্থায় হাসপাতাল অথবা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকৃত দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, রোগীদের পরীক্ষার ফি বা মাশুল, ওষুধ, স্যালাইন, মশারি ও অন্যান্য চিকিৎসাসামগ্রী প্রদান করতে পারে ব্যাংকগুলো। এ ব্যয় সামাজিক দায়বদ্ধতা তহবিলের ব্যয় হিসেবে দেখানও যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Exit mobile version