Site icon Jamuna Television

মেহেরপুরে ৮শ পিস ইয়াবাসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে ৮শ পিস ইয়াবাসহ সোহেল রানা ওরফে জুয়েল (২৫) নামের এক যুবককে আটক গাংনী থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার বাওট বাজারে অভিযান চালিয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটকৃত জুয়েল গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মৃত মেঘলার নাতি ও কুষ্টিয়া জেলার দোলুৎপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আরোজ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নানার বাড়িতে বসবাস করে আসছে সে।

ইয়াবা ব্যবসায়ী সোহেল রানা ওরফে জুয়েল জানান, তিনি ১০ হাজার টাকার বিনিময়ে ঢাকা থেকে ইয়াবা সরবারহ করে থাকে। প্রকৃত পক্ষে এ ইয়াবার মালিক গাংনী উপজেলার বাওট গ্রামের ইব্রাহিম নামের এক লোক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সন্ধায় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি মোস্তাফিজুর রহমান সঙ্গীয়ফোর্স নিয়ে বাওট বাজারে অবস্থান নেয়। শ্যামলী পরিবহন থেকে সোহেল নামলেই তাকে পুলিশ আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ৩টি প্যাকেট থেকে মোট ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবারই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা রুজু করা হয়।

Exit mobile version