Site icon Jamuna Television

কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

চতুর্থ দিনের মত বিক্রি হচ্ছে রেলের অগ্রিম টিকেট। গতরাত থেকেই কমলাপুর রেল স্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি। ১০ আগস্টের টিকেট পাওয়া যাচ্ছে আজ।

যাত্রীরা জানান, টিকেট পেতে ভোগান্তি হলেও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে সাময়িক এ দুর্ভোগ মেনে নিচ্ছেন তারা। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও তা খুব একটা কাজে আসছে না। তাদের দাবি, কালোবাজারি সিন্ডিকেটের উৎপাতে অনেক সময় পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে তৎপর হওয়ার আহ্বান যাত্রীদের। রেলের আগাম টিকিট বিক্রি চলবে বিকেল চারটা পর্যন্ত।

Exit mobile version