Site icon Jamuna Television

প্যাথলজিগুলোতে ভিড়, বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। রাজধানীসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

সকাল থেকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালসহ রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীদের উপচে পড়া ভিড়। লম্বা লাইন প্যাথলজি বিভাগের সামনে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।

চিকিৎসকরা বলছে, এবার ডেঙ্গুর ধরণ আলাদা, তাই জ্বর হলে আগেভাগেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীদের মশারি ব্যবহারের পরামর্শও দেয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নেত্রকোণা বাদে ৬৩ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৮ ডেঙ্গু রোগী। সদর হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন গুরুতর রোগী ভর্তি আছেন। গতকাল বরিশালে মারা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই জন।

চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ফেনী, কিশোরগঞ্জসহ বেশিরভাগ জেলাতেই ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।

Exit mobile version