Site icon Jamuna Television

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। বুধবার এই দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।

দেশটির ঊর্ধ্বতন তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, হামজা বিন লাদেনকে হত্যার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তবে কোথায় এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ৩০ বছর বয়েসি হামজাকে আল কায়েদার ভবিষ্যত উত্তরাধিকার মনে করা হতো। ২০০৫ সাল থেকেই আল কায়েদার বিভিন্ন ভিডিও বার্তায় তার উপস্থিতি দেখা যায়। হামজা বিন লাদেনের জন্য প্রায় ১০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

Exit mobile version