Site icon Jamuna Television

ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: পরিবারের সাথে নৌমন্ত্রণালয়ের তদন্ত কমিটির সাক্ষাত

নড়াইলের কালিয়ায় স্কুলছাত্র তিতাসের স্বজনদের সাথে দেখা করেছেন নৌমন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সকালে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যান কমিটির সদস্যরা। সেখানে তিতাসের পরিবারের সাথে প্রথমে কথা বলেন তারা।

পরে কথা বলেন তিতাসকে বহনকারী অ্যাম্বলেন্স চালকের সাথেও। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত তিন সদস্যর তদন্ত কমিটিরও কালিয়ায় যাওয়ার কথা রয়েছে।

এদিকে, তিতাসের মৃত্যুর প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী। তারা, একজন যুগ্ম সচিবের জন্য তিন ঘণ্টা বিলম্বে ফেরি ছাড়ার ঘটনায় ক্ষোভ জানান।

দাবি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন এলাকাবাসী।

Exit mobile version