Site icon Jamuna Television

সারাদেশে ৪ হাজার ৯০৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, মারা গেছে ১৪ জন: স্বাস্থ্যমন্ত্রী

২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মোট ৪ হাজার ৯০৩ জন চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে ডেঙ্গু নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জানুয়ারি থেকে ১৭ হাজার ১৬৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। ১২ হাজার ২৬৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আর এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন। এসময় ডেঙ্গু নিয়ে বাণিজ্য না করার আহ্বান জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এছাড়া দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ করা হবে। জানান, ৫৭ ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত করা গেছে।

Exit mobile version