Site icon Jamuna Television

ঈদ টার্গেট করে ভারত থেকে আসছে ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

ঈদ টার্গেট করে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠছে। সীমান্ত এলাকায় আনাগোনা বেড়েছে মাদক ব্যবসায়ীদের। প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করে আনা হচ্ছে মাদক। রুট হিসেবে ব্যবহার হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ-নওগাঁ।

বৃহস্পতিবার সকালে নওগাঁর মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিলের একটি চালান আটক করেছে। এসময় আটককৃত ৩ চোরাকারবারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালান বৃদ্ধির তথ্য দিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা চৌবাড়িয়া ব্রীজের পাশে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির একপর্যায়ে ৩ ব্যক্তির কাছে লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চাঁপাই নবাবগঞ্জ জেলার শেখেরহাট গ্রামের জহিরুলের ছেলে জহুরুল (৩০), ধলু শেখের ছেলে আব্দুল জব্বার (৩৪) ধোবরা গ্রামের জহিরের ছেলে সাবান হোসেন (৩৫)।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে মাদক চোরাচালানীর কথা স্বীকার করেছে।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার ফেনসিডিলগুলো পার্শ্ববর্তী ভারত সীমান্ত দিয়ে অভিনব কায়দায় চাঁপাইনবাবগঞ্জ হয়ে নওগাঁয় নিয়ে যাচ্ছিলো।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ঈদ সামনে রেখে সীমান্ত প্রহারা আরও বৃদ্ধির কথা জানিয়েছে বিজিবি।

Exit mobile version