Site icon Jamuna Television

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ ৩ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতারণা করে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ তিনজন আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাগজপত্র নিয়ে আসলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রোহিঙ্গা তরুণীর নাম মরিজান (১৭)। সে মায়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। বর্তমানে সে কক্সবাজার কুতুপালংয়ের রোহিঙ্গা খ্যাম্পের ই ব্লকে থাকেন। তার সঙ্গে থাকা দুই দালাল হলেন, জেলার কসবা উপজেলার নেমতাবাদ এলাকার মোখলেছ মুন্সী ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের লিপা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক জামাল হোসেন জানান, ওই রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করার জন্য লিপি বেগম নামে এক নারী মোখলেছ মুন্সীকে সাথে নিয়ে পাসপোর্ট অফিসে আসে। এসময় তরুণীকে মোখলেছ মুন্সীর মেয়ে তানজিনা আক্তার সাজিয়ে তার জন্মসনদ ও জাতীয়তার সনদ নিয়ে আসেন। যাচাই বাছাই এর সময় রোহিঙ্গা তরুণীর কথা বার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version