Site icon Jamuna Television

গানে গানে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

ভিডিওচিত্র তৈরি করে গানে গানে ছেলেধরা গুজব রটানোর অভিযোগে চট্টগ্রামে ফটিকছড়ির নাজিরহাট থেকে আলমগীর বিন কবির এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ফটিকছড়ি থানায় মামলা হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতার আলমগীর জাগরণ শিল্পীগোষ্ঠীর ব্যানারে ৫ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিওচিত্র বানিয়ে প্রচার করেছেন। গানে গানে তিনি ছেলে ধরা ও গলা কাটার গুজব ছড়ানোর পাশাপাশি শিশুদের স্কুলে না পাঠানোর বার্তা দেন তিনি। নাজিরহাট বাজারের বাসা থেকে তাকে গ্রেফতারের সময় ভিডিওধারণের কাজে ব্যবহৃত কর্ডলেস মাইক্রোফোন, গান লেখা নোটবই সহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

এ কাজে জড়িত তার ৩ সহযোগীসহ আরও ১০/১২ জনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version