Site icon Jamuna Television

অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কামাল হোসাইন, নেত্রকোণা
নেত্রকোণা পৌর শহরের কুরপাড় এলাকায় ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পৌর সদরের কুরপাড় এলাকা জনৈক সিদ্দিকুর রহমানের বাসার দ্বিতীয়তলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়াসা আক্তার (২৫) কেন্দুয়া উপজেলার আলীপুর গ্রামের আপেল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী। সে নেত্রকোণা সরকারী কলেজে অনার্স পরীক্ষার্থী ছিল।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পিয়াসা তার ভাসুরের বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিল। তবে মারা যাওয়ার ঘটনার কারণ জানতে পারেনি পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এস এম আশরাফুল আলম জানান, ওই শিক্ষার্থীর একটি সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় কেউ দায়ী থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version