Site icon Jamuna Television

পটুয়াখালীতে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে ৫৩ পিচ ইয়াবা উদ্ধারের মামলায় সোহাগ মুন্সি (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ্ এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৮ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল পৌরসভার ৭ নং ওয়ার্ডের ঠাকুর বাড়ির সামনে বাউফল থানার এসআই মো. আনোয়ার হোসেন অভিযান চালিয়ে ৫৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহাগ মুন্সি (২৯) কে গ্রেফতার করে। ওই দিন এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। পরে চার্জশিট দাখিলের পরে দীর্ঘ শুনানি শেষে বাদীসহ ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে উক্ত রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন কে বি এম আরিফুল হক টিটু।

Exit mobile version