Site icon Jamuna Television

জুড়িতে বন্য ভাল্লুকের আক্রমণে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল পুটিয়াছড়া বনের বাঁশমহাল এলাকা থেকে নিখোঁজের একদিন পর আব্দুল খান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও বনবিভাগের ধারণা বন্য ভাল্লুকের আক্রমণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, জুড়ি উপজেলার উত্তর বড়ডহর এলাকার মিলন খানের ছেলে গত বুধবার থেকে নিখোঁজ ছিলো। খোঁজাখোঁজির এক পর্যায়ে বুধবার মধ্যরাতে পুটিয়াছড়া বনের বাঁশমহাল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবার। পরে পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

জুড়ি থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার জানান, ধারণা করা হচ্ছে তাকে বন্যপ্রাণী হত্যা করেছে। বন বিভাগও একই কথা বলছে। এই সময় বনের এই এলাকায় বন্য ভাল্লুক গভীর বন ছেড়ে খাবারের জন্য বিচরণ করে। লাশের মুখের কিছু অংশ খেয়েছে বন্যপ্রাণী।

Exit mobile version