Site icon Jamuna Television

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন যমুনা টিভির আব্দুল্লাহ তুহিন

শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ্ তুহিন। গুনগত শিক্ষা নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বুধবার তাকে এ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের আয়োজন করে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চ শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক অবদান রাখছে। তাই শিক্ষার মান বাড়াতে শিক্ষা নিয়ে গণমাধ্যমকে আরো যুগোপযোগি কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া বিভিন্ন অনৈতিক বিষয়গুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শিক্ষাব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে

Exit mobile version