Site icon Jamuna Television

আগাম টিকিট বিক্রি: আজ ভিড় নেই কমলাপুরে

শেষ দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। দেয়া হচ্ছে ১১ আগস্টের আগাম টিকিট।

টিকিট প্রত্যাশীরা ১১ আগস্টের আগাম টিকিট নিতে রাত থেকে ভিড় করেন কমলাপুর রেলষ্টেশনে। দীর্ঘ সময় অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি টিকিট প্রত্যাশিরা। তবে গত কয়েক দিনের তুলনায় আজ ভিড় তুলনামুলক কম। এছাড়া কোন ধরণের সমস্যা ছাড়াই অনলাইনেও টিকিট কাটছেন যাত্রীরা। তবে যাত্রীরা কাউন্টার থেকে টিকিট দিতে ধীর গতির অভিযোগ করছেন। আগামী ১২ আগস্ট ঈদের সম্ভাব্য দিন ধরে এবার পাঁচদিন ধরে বিক্রি হচ্ছে রেলের আগাম টিকিট।

Exit mobile version