Site icon Jamuna Television

গণতন্ত্রের অনুপস্থিতির কারণেই দেশজুড়ে নৈরাজ্য: মাহমুদুর রহমান মান্না

গণতন্ত্রের অনুপস্থিতির কারণেই দেশজুড়ে নৈরাজ্য চলছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা না থাকায় ডেঙ্গু মহামারী পর্যায়ে পৌঁছেছে। প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।
সেইসঙ্গে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প স্থাপন, হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় রক্ত পরীক্ষার পাশাপাশি রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক।

এসময়, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির দাবি করে মান্না বলেন, বিরোধীদলের রাজনীতি আপসের চোরাবালিতে আটকে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

Exit mobile version