Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে বাংলাদেশের মশা

পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়ানোর পেছনে বাংলাদেশের মশার সক্রিয় ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশে খুব ডেঙ্গু হচ্ছে। আমাদের বাড়তি সাবধানতা নিতে হবে। সীমান্ত এলাকায় মশা ওপার থেকে এপারে আসে, এপার থেকে ওপারে যায়। দু’পারেই অনেক লোকও যাতায়াত করেন।

সরকারি তথ্য মতে, চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশে ১৭ হাজার ১৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৪।

মমতা আরো বলেন, বাংলাদেশে কিছু হলে এখানেও তার প্রভাব পড়ে। তাই ডেঙ্গু মোকাবেলায় আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭০০ জন।

Exit mobile version