Site icon Jamuna Television

বারবার ব্যর্থ প্রেমে তাই কুকুরকে বিয়ে

বিয়ে ভেঙেছে ৪ বার, ডেটিং ব্যর্থ হয়েছে ২২১ বার! মানুষের প্রতি আস্থা হারিয়ে শেষমেশ তাই নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন প্রাক্তন এক ব্রিটিশ মডেল!
এই বিয়ে আবার গোপনে নয় একেবারে ঘটা করে সবাইকে জানিয়ে। তাও আবার লাইভ টিভি শো-এ এসে কুকুরকে বিয়ে করলেন প্রাক্তন ব্রিটিশ মডেল এলিজাবেথ হোড।

এলিজাবেথের প্রিয় সঙ্গী এই কুকুরের নাম লোগান। এলিজাবেথ জানান, এখনও পর্যন্ত একাধিকবার লোগান তাঁর জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তাঁর পাশে থেকেছে। তাঁকে সঙ্গ দিয়েছে। তাই নিতিও আগলে থাকতে চান লোগানকে। বছর ছয়েকের লোগানের সঙ্গে রীতিমতো প্রথা মেনেই বিয়ে করেন এলিজাবেথ!

Exit mobile version