Site icon Jamuna Television

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদরের মিজানপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার সকালে পদ্মা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version