Site icon Jamuna Television

ওয়ার্নারকে দর্শকদের ‘হলুদ কার্ড’

বিতর্ক দিয়ে শুরু হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথ অ্যাশেজ সিরিজ। প্রথমে করমর্দন অনুষ্ঠান বাতিল। পরে ডেভিড ওয়ার্নারের উদ্দেশে শিরিশ কার্ড প্রদর্শন। স্বভাবতই এ নিয়ে মাঠের ভেতরে ও বাইরে জমে উঠেছে লড়াই। প্রথম দিনে ময়দানি যুদ্ধটাও হয়েছে হাড্ডাহাড্ডি।

গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কাণ্ডে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। নির্বাসন শেষে অ্যাশেজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন ঘটেছে এ ত্রয়ীর। দর্শক বিদ্রূপের মুখে তাদের পড়তে হবে, সেই আশঙ্কা ছিলই। বৃহস্পতিবার এজবাস্টনের বার্মিংহ্যামে অজি একাদশে স্মিথের নাম শোনা মাত্রই ব্যঙ্গাত্মক শুরু করেন তারা।

বিষয়টি এখানেই ক্ষ্যান্ত হননি। ডেভিড ওয়ার্নার আউট হলে তা অন্য মাত্রা পায়। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। পথিমধ্যে গ্যালারির একটা অংশের দর্শক দাঁড়িয়ে তাকে ‘হলুদ কার্ড’-দেখান। সেগুলো ছিল শিরিশ কাগজ।

ঘটনা এতেই সীমাবদ্ধ থাকেনি। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে এর ভিডিও আপলোড করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

Exit mobile version