Site icon Jamuna Television

এবার উপস্থাপনায় অনন্ত-বর্ষা

এবার ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে একই সাথে অতিথি এবং উপস্থাপক হিসেবে হাজির হয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। কোরবাানি ঈদে একটি বিশেষ টিভি শো’তে হাজির হচ্ছেন এই তারকারা।

অনুষ্ঠানের প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্ব নেন চিত্রনায়িকা বর্ষা, সেখানে তার অতিথি হিসেবে কথা বলেন অনন্ত জলিল।

দুজনের আলাপচারিতায় উঠ আসে তাদের ছোট বেলার ঈদের স্মৃতি, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়া নিয়ে। পাশাপাশি কথা বলেন আপকামিং সিনেমা ‘দিন- দ্য ডে’ নিয়ে।

এরপরের ধাপে অনন্ত জলিল উপস্থাপনার দায়িত্ব পালন করেন এবং বর্ষা অতিথি হিসেবে কথা বলেন।

এবারের কুরবানি ঈদের প্রথম দিনে রাত ৮টায় যমুনা টিভিতে ‘ঈদ স্পেশাল শোবিজ টুনাইট’ অনুষ্ঠানে দেখা মিলবে তাদের। প্রেম, সিনেমা, ব্যক্তিগত জীবন আর পরিবারসহ নানা বিষয়ে কথা বলেছেন শোবিজের জনপ্রিয় এই দুই তারকা।

Exit mobile version