
নিজস্ব প্রতিনিধি:
৪ বছর ধরে গর্তে থাকা কাদেরকে উদ্ধার করেছে তালা থানা পুলিশ।
বৃহস্পতিবার যমুনা টিভি অনলাইনে ‘হাতে-পায়ে শিকল, ৪ বছর অন্ধকার গর্তে জীবন কাটাচ্ছে আব্দুল কাদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসলে তিনি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।
এরপর শুক্রবার দুপুরে আব্দুল কাদেরকে শিকলবন্দি অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধার করে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে আব্দুল কাদেরর মস্তিষ্ক বিকৃত। সে ক্ষিপ্ত হলেই পরিবারের সদস্য ও এলাকার মানুষদের উপর হামলা করত। এজন্য নিরুপায় হয়ে তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো পরিবারের সদস্যরা।
 
				
				
				
 
				
				
			


Leave a reply