Site icon Jamuna Television

৩ মাসের জন্য নিষিদ্ধ মেসি

আর্জেন্টিনার তারকা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার ডলার ইউএস ডলার। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে মেসি আর্জেন্টিনার হয়ে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারছেন না। ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কনমিবলকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন মেসি।

তবে কনবিলমের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি। এজন্য মেসির হাতে সময় রয়েছে ৭ দিন।

এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমিবল।

Exit mobile version