Site icon Jamuna Television

রাশিয়ার সাথে পরমাণু বিষয়ক চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সাথে পরমাণু বিষয়ক আইএনএফ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মস্কোর বিরুদ্ধে ক্রুজ মিসাইল মোতায়েনের অভিযোগ এনে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্নায়ুযুদ্ধ পরবর্তী ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস- আইএনএফ চুক্তির আওতায় ৫শ’ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের পাশাপাশি ন্যাটোর আপত্তি সত্ত্বেও চুক্তির শর্ত ভঙ্গ করেছে মস্কো। মোতায়েন করেছে বেশ কয়েকটি মধ্যপাল্লার এসএসসি-এইট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

এ চুক্তি থেকে বেরিয়ে গেলেও রাশিয়ার সাথে নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। নতুন চুক্তিতে চীনকেও সম্পৃক্ত করতে চান তিনি। ট্রাম্প জানিয়েছেন, এরইমধ্যে প্রস্তাব দেয়া হয়েছে দু’দেশকে।

Exit mobile version