Site icon Jamuna Television

নড়াইলে ২ শিশুসহ ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত

নড়াইলে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। নড়ইলে দুই শিশুসহ মোট ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নড়াইল সদর হাসপাতালে আজ শনিবার সকাল পর্যন্ত ১৩ জন এবং কালিয়ায় ১ জন ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ১ জন ভর্তি আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে একটি মেডিকেল টিম প্রস্তুত আছে। নিয়ন্ত্রন কক্ষও খোলা হয়েছে।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারিভাবে ডেঙ্গু রোগী শনাক্তকরণে কিটস না থাকায় স্থানীয়ভাবে ডেঙ্গু শনাক্ত করা সম্ভব ছিলো না। ডেঙ্গু মোকাবেলায় শুক্রবার নড়াইল -২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফির বিন মোর্ত্তজা ৬’শ কিটস পাঠিয়েছেন। এর মধ্যে ৩’শ সদর হাসপাতালের জন্য এবং ৩’শ কিটস লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়েছে। আরও ৪শ কিটস জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের জন্য মশারির স্ট্যান্ড সরবরাহ করা হয়েছে।

এছাড়া রোগীদের বিশেষ প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে মাশরাফি এমপি নড়াইলে এসে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

Exit mobile version