Site icon Jamuna Television

‘প্রিয়া সাহার সাথে সিনহার যোগাযোগ থাকতে পারে’

এস কে সিনহার মত এমন দুর্নীতিবাজ প্রধান বিচারপতি আর কখনো বাংলাদেশে আসেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতি ও ক্ষমতার অপব্যহার শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সিনহা। পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রিয়া সাহার সাথে তার যোগাযোগ থাকতে পারে। বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় করার জন্য ষড়যন্ত্র চলছে।

মন্ত্রী বলেন, তার বিচার না হলে বাংলাদেশ থেকে কলঙ্ক মোচন হবে না।

Exit mobile version