Site icon Jamuna Television

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনী৷ এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছে পুলিশ বাহিনী।

তিনি বলেন, সিটি করপোরেশন আইনেই বাড়ি ঘরের চারপাশ পরিচ্ছন্ন না থাকলে শাস্তির বিধান রয়েছে৷ ডেঙ্গু মোকাবেলায় নগরের বিট পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। নগরবাসীকে সাথে নিয়ে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন মন্ত্রী৷

Exit mobile version