Site icon Jamuna Television

অলৌকিকভাবে বেঁচে গেলেন এই নারী

তীব্র গরমে ৬ দিন গাড়িতে আটকা ছিলেন ৪৫ বছর বয়সী। প্রাণ বাঁচিয়েছেন বৃষ্টির পানি পান করে। তাও আবার চুইংগামের বাক্সে করে। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন বেলজিয়ামের কোরাইন বেস্টাইড নামের এক নারী। দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান তিনি। হাত নাড়ানোর চেষ্টা করলেই তীব্র ব্যথায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। সূত্র: মিরর।

পরিবারের কাছ থেকে নিখোঁজ সংবাদ পেয়ে ৬ দিন পরে পুলিশ তাকে উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন কোরাইন জানান, প্রথমদিন আমার ফোন সচল ছিল কিন্তু সেটি ধরার মতো শক্তি আমার ছিল না। যতবারই সেটি ধরতে যাচ্ছিলাম, আমি জ্ঞান হারাচ্ছিলাম।

দ্বিতীয় দিন থেকে বেচারি কোরাইনের ফোনটিও বন্ধ হয়ে যায়। কোরাইন ভেবেছিলেন, তাকে কেউ কোনোদিন খুঁজে পাবে না। বলেন, আমি ভাঙা কাঁচের টুকরোর ওপরে পড়ে ছিলাম। নড়াচড়ার চেষ্টা করলেই আমার পিঠ কেটে যাচ্ছিল।

জীবনের আশা ছেড়ে দেয়া কোরাইন পেয়েছেন নতুন জীবন। তবে, তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে।

Exit mobile version