Site icon Jamuna Television

নিরাপত্তা যাচাই করতে পাকিস্তানে লঙ্কান প্রতিনিধি

অক্টোবরের পাকিস্তান সফরের জন্য দেশটির বর্তমান নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ২ সদস্যের দল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আসন্ন আইসিসি ওয়ার্লড টেস্ট চ্যাম্পিয়ানসিপের জন্য শ্রীলঙ্কা দলকে ২টি টেস্ট খেলতে সফর করতে হবে পাকিস্তানে। নিজেদের সাথে ঘটে যাওয়া অতীতের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষ্যে ২ সদস্যের সিকিউরিটি টীম পাকিস্তানে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কার খেলোয়ারদের বহনকারী বাসে হামলা চালায় অজ্ঞাত ১২ বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ৬ জন খেলোয়ার আহত হন এবং ৬ পাকিস্তানি পুলিশ সদস্য ও ২ জন সাধারণ মানুষ নিহত হন। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছে পাকিস্তান।

Exit mobile version