Site icon Jamuna Television

বি. চৌধুরীর নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্ট

বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে প্রধান করে ‘যুক্তফ্রন্ট’ নামের নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বিকল্পধারা ছাড়াও ৪ দলীয় এ জোটের আছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য।

সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরায় বাসায় দলগুলোর মধ্যে এক  বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জোট গঠনের লক্ষ্যে এই চারটি দল ছাড়াও আরও কয়েকটি দল দীর্ঘদিন ধরে বৈঠক করে আসছিল। গত জুলাইয়ে তাদের বৈঠকে পুলিশি বাধারও অভিযোগ ওঠে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version