Site icon Jamuna Television

বাড্ডায় ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মেরুল বাড্ডার ঝিলপাড় এলাকায় ছুরিকাঘাতে নাসির নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামের মাদকাসক্ত এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিহত নাসিরও মাদকাসক্ত ছিলো। রাতে আরেক মাদকাসক্ত যুবক আরিফ তার বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্বার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ও আটক যুবক দু’জনই মাদক বিক্রেতা ও মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version