Site icon Jamuna Television

রাজবাড়ীতে ডেঙ্গু পরীক্ষার কিট এসেছে মাত্র ১২০টি

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে এই পর্যন্ত ৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য মাত্র ১২০টি কিট দেওয়া হয়েছে। যা চাহিদার তুলনায় একেবারেই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১১ জন, বালিয়াকান্দিতে ২ জন, গোয়ালন্দ উপজেলায় ১ জন ও পাংশা উপজেলায় ১ জন চিকিৎসাধীন আছেন।

তবে ডেঙ্গু পরীক্ষার জন্য আসা কিটগুলো রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী অনুযায়ী ভাগ করে দেয়া হয়েছে। কিট আসার পর থেকেই বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা গেছে। এর মধ্যে বর্তমানে ১৫ জন ভর্তি রয়েছে বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সারাদেশে একসঙ্গে ডেঙ্গুর প্রভাব অনুযায়ী কিট একটু কম এসেছে। তবে এখন থেকে নিয়মিত কিট আসবে।

Exit mobile version