Site icon Jamuna Television

শুধু কথা বললে হবে না, সমন্বিত কাজ করতে হবে: কাদের

শুধু কথা বললে হবে না ডেঙ্গু দমনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে শান্তিনগরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহবান জানান।

এসময় তিনি আরো বলেন, ডেঙ্গুর হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে। ওবায়দুল কাদের জানান, দ্রুত কার্যকর ওষুধ আসবে দুই সিটির হাতে। অত বেশি পরীক্ষা নীরিক্ষায় যাওয়া যাবে না। এখন সংবেদনশীল মুহূর্ত।

সবাইকে জ্বর পরীক্ষা করে ঈদে বাড়ি যাওয়ার আহ্বান জানান তিনি। নাহলে হীতে বিপরীত হবে।

ওবায়দুল কাদের বলেন, শোকের মাসে এডিস মশা নিয়ে ব্যস্ত আছি। এ মাসে অশুভ শক্তি সক্রিয় আছে। যারা ডেঙ্গু থেকে ভয়ঙ্কর। তাই ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Exit mobile version