Site icon Jamuna Television

নদীতে ভাসছে পাঁচতলা ভবন !

নদীতে ভাসছে আস্ত পাঁচতলা একটি বিল্ডিং। দেখে মনে হবে কেউ যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেটিকে।

এমনই এক দৃশ্যের দেখা মিললো চীনে। সম্প্রতি টুইটারে এই ভাসমান বাড়ির একটি ভিডিও টুইটারে আপলোড হবার পরপরই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মাসিমো নামে এক টুইটার এ্যাকাউন্টে ১১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় দিব্যি নদীর মাঝ দিয়ে পাঁচতলা একটি বাড়ি ভেসে চলছে তবে ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে অতিরিক্ত একটি নৌযান বাড়িটিকে পানির মধ্যে চালনা করছে।

না এটি আসলে কোন বাড়ি নয় চীনের ইয়াংসি নদীতে একটি ভাসমান রেঁস্তোরা।

Exit mobile version