Site icon Jamuna Television

গাজীপুরে অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে অজ্ঞান অবস্থায় থাকা এক যুবককে উদ্ধার করেন পুলিশ।

উদ্ধারকৃত ঐ যুবকের নাম জহিরুল ইসলাম, তিনি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এরএসআর ছিলেন।

পুলিশ জানায়,গতরাতে আনুমানিক ৯ টা থেকে সাড়ে নয়টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে সালনার উদ্দেশ্যে বকেয়া টাকা উঠাতে যাওয়ার সময় সিএনজিতে করে কিছু দূরে আসলে তাকে অজ্ঞান করা হয়,পরে সকালে স্থানীয় লোকজন তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকার মহাসড়কে পাশ থেকে তাকে উদ্ধার করে।

এ সময় তার কাছে থাকা ২০ থেকে ২৫ হাজার টাকা চুরি হয়ে যায় বলে জহিরুল জানান।

পরে খবর পেয়ে তাকে পুলিশ এসে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Exit mobile version