Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম

পটুয়াখালী প্রতিনিধি:

এবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ।

‘ডেঙ্গুতে আর নয় ভয়, প্রতিরোধে হবে জয়’,‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু হতে সুস্থ থাকি’ শ্লোগান নিয়ে সোমবার সকালে পুলিশ লাইন্সে পরিচ্ছন্ন ও মশার ঔষধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

পরে পুলিশ লাইন্স প্রাঙ্গণে সচেতনতামূলক সভায় তিনি বলেন জনসাধারণ সচেতন হলে ডেঙ্গু রোগ প্রতিরোধ সম্ভব। এসময় নিজ বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা ও কোথাও পরিষ্কার পানি জমিয়ে না রাখার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, এখন বর্ষা মৌসুম বাড়ির আশেপাশে রাস্তা-ঘাটে ফেলে রাখা ডাবের খোসা, টিনের কৌটা, পরিত্যক্ত টায়ার, পলিথিন সহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকে এ পরিষ্কার পানিতে ডেঙ্গু রোগবাহী এডিস মশা বংশবিস্তার করে। আমরা কোথাও এমন ভাবে পানি জমে থাকতে দেখে তা অপসারণ করে ফেললে মশা বংশ বিস্তার করতে পারবে না।

সভা শেষে সচেতনতামূলক একটি র‍্যালি বের হয়। পুলিশ লাইন্স থেকে বের হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে শহরবাসীর মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

Exit mobile version