Site icon Jamuna Television

মিমি নয় তাহলে নুসরতের বেস্টফ্রেন্ড কে?

স্বামীর সাথে হানিমুনে গিয়েও নুসরাত ভুলে যাননি তার বেস্টফ্রেন্ডকে। তাই সেই বন্ধুর ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেই জানান দিলেন ফ্রেন্ডশীপ ডে’র বার্তা।

না তবে মিমি চক্রবর্তী নয় নুসরত পোস্ট করলেন তার ছোটবেলার বন্ধু স্বরাজ পরাখের ছবি।

স্বরাজের সঙ্গে এই ছবি পোস্ট করে নুসরত লেখেন, একটি অদৃশ্য সূতো থাকে যার দ্বার একই সারিকে বাঁধা থাকে। তুমি খুব জ্বালাতন করো, বিরক্তিকর,, ঝগড়া করো। কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমার হৃদয় বড় অনেক। আশা করি ১৫ বছর পরে তুমি বুঝছ আমিই সেরা। ফ্রেন্ডশিপ ডে-তে আমি আমাদের মনে করাতে চাই, আমরা বেস্ট ফ্রেন্ডস ছিলাম ও থাকব শেষ পর্যন্ত। আর হ্যাঁ এক জন ছেলে ও মেয়ে ভাল বন্ধু হতে পারে।

অন্যদিকে স্বরাজও ফ্রেন্ডশীপ ডে উপলক্ষে নুসরতের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বেস্ট ফ্রেন্ড। আমি জানি আমি তোমায় খুব জ্বালাতন করি। কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত আমার এটি করা ছাড়া আর কোনও উপায় নেই! ১৫ বছর মানে অনেকটা সময়। এর মধ্যে তুমি অনেক ওঠাপড়া দেখেছো। কিন্তু তার মধ্য়েও বন্ধুত্ব বজায় রাখি আমরা। আমাদের কত গল্প আছে। প্লিজ তুমি যেমন আছো,এ তমন থেকো না। অনেক ভালোবাসা।

Exit mobile version