Site icon Jamuna Television

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা থানার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে মোঃ লালন(৩৬)।

আদালত সূত্রে জানায়, ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের গোল্ডেন ইলেক্ট্রনিকস শো-রুমের সামনে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে তল্লাশিকালে ৪৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ লালন নামের এই যুবককে আটক করেন ভেড়ামারা থানা পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামি লালনের বিরুদ্ধে এএসআই হামিদুর রহমান বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯এর ১, ৩(ক)২৫ ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।

Exit mobile version