Site icon Jamuna Television

চট্টগ্রামে সুদীপ্ত বিশ্বাস হত্যায় আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেফতার

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ঢাকা থেকে তাকে গ্রেফতার করেছে। পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এক ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহেই মাসুমের দুটি অস্ত্রের নিবন্ধন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে অস্ত্রগুলো জমাও দিয়েছেন তিনি।

বিভিন্ন কারণে আলোচনায় চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।।

লালখান বাজার এলাকায় বিভিন্ন সময়ে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম এসেছে। সংবাদমাধ্যমে অস্ত্র হাতে ছবিও ছাপা হয়েছে তার।

মাসুম ১৯৯৭-৯৮ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০১ সালে তিনি লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হয়েছিলেন।

সুদীপ্ত বিশ্বাসকে ২০১৭ সালে নিজের বাসার সামনে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

নগর ছাত্রলীগের একাংশের অভিযোগ, সুদীপ্ত হত্যায় জড়িতরা সবাই মাসুমের অনুসারী এবং তার নির্দেশেই ওই হত্যাকাণ্ড ঘটেছে।

Exit mobile version